সোমবার, ১৭ জুন ২০১৩
‘তত্ত্বাবধায়ক ছাড়াও সুষ্ঠু নির্বাচন হয়’
Home Page » জাতীয় » ‘তত্ত্বাবধায়ক ছাড়াও সুষ্ঠু নির্বাচন হয়’বঙ্গ- নিউজ ডটকমঃ বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকারের দাবি চার সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে ভুল প্রমাণিত হয়েছে- বললেন জাতীয় মানবাধিবার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বঙ্গবন্ধুর মানবাধিকার-দর্শন’ শীর্ষক বইয়ের প্রকাশনা-উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ড. মিজান বলেন, সিটি নির্বাচনে দেখা গেছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়াও সুষ্ঠু নির্বাচন করা যায়। বিরোধী দলের এখন একমাত্র কাজ হবে তত্ত্বাবধায়ক ইস্যু পরিহার করে কিভাবে নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করা যায় সে দিকে গুরুত্বারোপ করা।
তিনি বলেন, সিটি নির্বাচনে যারা জয়ী হয়েছেন সেটা জনগণের জয়, সেটা গণতন্ত্রের জয়।
এ সময় ড. মিজান বঙ্গবন্ধুর মানবাধিকার দর্শন তুলে ধরে বলেন, এই বইটি বঙ্গবন্ধুকে রাজনৈতিক ব্যক্তি হিসেবে নয় মানুষ হিসেবে পাঠকের কাছে উপস্থাপন করবে। উদার-নৈতিক মানসিকতা বঙ্গবন্ধুকে মানুষের কাছে একজন অসাম্প্রদায়িক মানুষ পরিচিত করবে।
মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, রাষ্ট্র ও রাজনৈতিক দল এক না হলে দেশে বিপদ হতে পারে। জনগণের অধিকার রক্ষায় শাসকরা যেন শোষক না হন। আর এ ক্ষেত্রে বঙ্গবন্ধুর মানবাধিকার দর্শন আমাদের প্রেরণা যোগাবে।
তিনি বলেন, দেশে অস্থিরতা বিরাজ করছে। একাত্তরের স্বাধীনতাবিরোধীরা সাম্প্রদায়িকতার ফণা তুলছে।
প্রকাশনা-উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, আইন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড.এম শাহ আলম।
এছাড়াও ‘বঙ্গবন্ধুর মানবাধিকার-দর্শন’ শীর্ষক বইয়ের সম্পাদক অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন ও অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪:২৮:১৫ ৩৯৪ বার পঠিত