রবিবার, ২৯ জুলাই ২০১৮

ধ্বংসের মিছিলে -রনজিত চাঙমা

Home Page » বিনোদন » ধ্বংসের মিছিলে -রনজিত চাঙমা
রবিবার, ২৯ জুলাই ২০১৮



ফাইল ছবি


( কাব্য পরিবার কর্তৃক কলম সৈনিক নির্বাচিত একটি কবিতা)


আমরা আজ ধ্বংসের মিছিলে

এক সাথে

রাজপথ করেছি উত্তপ্ত স্লোগানে

স্লোগানে,

যে বৃক্ষ ছায়া দেয়,ফল,ফুল,অক্সিজেন

দেয়

তাকে উজার করে চলেছি আমরা

নির্দয়ভাবে।

জীবন বাঁচায় যে সব ফলমুল খাবার

মাছ মাংস

বিষ মিশিয়ে সে সব খেয়ে চলেছি

নীরবে,

যে পানি না খেলে জীবন বাঁচে না কোন

প্রানীর

সে পানি দুষিত করে চলেছি আমরা

নানা ভাবে।

যে বনবনানি পাহাড় নদনদী ঝর্ণার

ভালবাসায়

প্রকৃতি আমাদের নেয় আপন কোলে,

আমরা অকৃতজ্ঞতায় সেই সব ধ্বংস

করে যাই

তাই বার বার পড়তে হয় দুর্যোগ

দুর্ভোগে।

নীতি নৈতিকতা বিসর্জন হয় যে সব

কাজে

ঘৃনা লজ্জা জাগছে না মনে সেই সবে,

বিবেক দংশিত হয় না অন্যায়

অবিচারে আর

কৃতজ্ঞতা প্রেম ভালবাসা ডুবেছে

অন্ধকুপে।

হিংসা দ্বেষ বিদ্বেষ লোভ লালসার

কোপানলে

ক্ষত বিক্ষত দিক ভ্রান্ত মানুষের মন,

তাই আজ প্রতিনিয়ত সমগ্র বিশ্ব জুড়ে

ভাইরাস

বিকৃত মানসিকতার কারুকাজ

খুন ধর্ষন।

মানুষ মারার ক্ষেপনাস্ত্র,মারনাস্ত্র এবং

এটমে

বিশ্ব আজ ধ্বংসের লীলায় মত্ত,

মানুষ আজ শুধু নিজেকে নিয়ে ব্যস্ত

সবাই

একটুও কাঁপে না মন,দুষিত হয়েছে

রক্ত।

এলোমেলো আজ ভাবনাগুলো প্রবল

স্রোতে

ভেসে যাচ্ছে অজানার পথে,

মিটি মিটি আলোয় হাঁটছি আমরা তর

তর বুকে

হাতে হাত ধরে ধ্বংসের মিছিলে।

★★★★★

বাংলাদেশ সময়: ১১:৩৩:৪৫   ৭০৮ বার পঠিত   #  #  #  #  #  #