রবিবার, ২৯ জুলাই ২০১৮
একদিন তোমাকে ঠিক ছুঁয়ে দেবো-সিক্ত খন্দকার
Home Page » সাহিত্য » একদিন তোমাকে ঠিক ছুঁয়ে দেবো-সিক্ত খন্দকার
একদিন ঠিক…
.
একদিন তোমাকে ঠিক ছুঁয়ে দেবো।
.
একদিন ঠিকই ছুঁয়ে দেবো তোমাকে
সংবেদনশীল তারার মত
সহমর্মি চাদরের মত
একদিন ঠিক জড়িয়ে ধ’রবো তোমার শ্বাস প্রশ্বাস।
.
.
একদিন ঠিক ছুঁয়ে দেবো
সহজ সরল নদীর মত
তোমারও যে দৃষ্টি পড়েছে সমান্তরাল জলের নদীতে
ছুঁয়ে দেবো সেই প্রতিফলিত শক্তির কণা
ছুঁয়ে আমি দেবোই!
বাংলাদেশ সময়: ১:২৮:০২ ৮০০ বার পঠিত #একদিন তোমাকে ঠিক ছুঁয়ে দেবো #প্রেমের কবিতা #বাংলা কবিতা