সোমবার, ১৭ জুন ২০১৩
মন্ত্রিসভায় টিকফার খসড়া অনুমোদন
Home Page » জাতীয় » মন্ত্রিসভায় টিকফার খসড়া অনুমোদনবঙ্গ- নিউজ ডটকমঃ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম এগ্রিমেন্টস (টিকফা)’র খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়য়োগের ক্ষেত্রে নিয়মিত আলোচনার সুযোগ সৃষ্টি ও মতপার্থক্য দূর করার লক্ষ্যে এ অনুমোদন দেয়া হয়।সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই ফোরামের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বিনিয়োগ ও বাণিজ্য নিয়ে নিয়মিত আলোচনা সুযোগ সৃষ্টি হবে। একই সাথে যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সঙ্কুচিত হবে।
বাংলাদেশ সময়: ১৪:১৯:৫৩ ৩৭৪ বার পঠিত