শুক্রবার, ২৭ জুলাই ২০১৮
বংশীকুন্ডায় হাসুস’র ৩৪তম জমকালো সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
Home Page » বিবিধ » বংশীকুন্ডায় হাসুস’র ৩৪তম জমকালো সাহিত্য আড্ডা অনুষ্ঠিতস্টাফরিপোর্টার,বঙ্গনিউজঃসুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নে বংশীকুন্ডা বাজারস্থ কেন্দ্রীয় হাওর সাহিত্য গণপাঠাগার মিলনায়তনে আজ শুক্রবার বিকাল ৩.০০ঘটিকা হতে ৫.০০ ঘটিকা পর্যন্ত হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা (হাসুস) বাংলাদেশ’র ৩৪ তম সাহিত্য আড্ডা জমকালো ভাবে অনুষ্ঠিত হয়েছে।হাসুস বাংলাদেশ’র কেন্দ্রীয় সমন্বয়ক বিনতা কৃষ্ণ সরকারের সভাপতিত্বে শুরু হওয়া আড্ডায় উপস্থিত ছিলেন হাসুস’র কেন্দ্রীয় সভাপতি কবি জীবন কৃষ্ণ সরকার,বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বংশীকুন্ডা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি রুহুল আমিন ওয়ারেছ,সাহিত্য পত্রিকা ত্রৈমাসিক স্বপ্ন সিঁড়ির সহযোগী সম্পাদক গোলাম রাব্বি।মোঃ রাজীব হোসেন’র সঞ্চালনে আড্ডায় গান, কবিতা, গজল,কৌতুক পরিবেশন করেন রুমা আক্তার,পারীন আক্তার,মোঃ হবিকুল,রাজিব হোসেন,মোঃ আলমগীর, হাবেল মিয়া,সাদ্দাম হোসেন,অহিতুল ইসলাম ইসলাম পরান,মেহেদী হাসান হৃদয়,লালন মিয়া,রফিক মিয়া,সুমন আহমেদ,রিদওয়ান হাসান,মানিকনূর,সজিব মিয়া,শারিয়ার ইমন জয়,শান্ত আহমেদ,মিজানুর রহমান,হামিমুর রহমান,আলীনূর রহমান,জাকারুল ইসলাম প্রমূখ।
বাংলাদেশ সময়: ২০:১৮:১৩ ৫৩৬ বার পঠিত