শুক্রবার, ২৭ জুলাই ২০১৮
ভাঙ্গায় স্বেচ্ছা সেবকলীগের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় স্বেচ্ছা সেবকলীগের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
এস এম শাকিল আহমাদ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:- ফরিদপুরের ভাঙ্গায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে স্বেচ্ছা সেবকলীগের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার বিকালে সরকারী কাজী মাহাবুব উল্লাহ্ (কে.এম) কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি মিঠুন চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আল আমিন মিয়ার সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম প্রেসিডিয়াম মেম্বর কাজী জাফর উল্লাহ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনা তাঁর ছেলের জন্মদিনে স্বেচ্ছা সেবকলীগের প্রতিষ্ঠা করেছেন। তিনি আরও বলেন, আগামী দিনে নৌকার কান্ডারী শেখ হাসিনার মনোনিত প্রার্থীকে ভোট প্রদানের মাধ্যমে জয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আবু ফয়েজ মো: রেজা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আকরামুজ্জামান রাজা, কেন্দ্রীয় কমিটির সহ-সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মেহেদী হাচান লিটু, জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি এ্যাড. সৌকত আলী জাহিদ। উক্ত আলোচনা সভায় উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছা সেবকলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯:৫২:৫৮ ৮৪৯ বার পঠিত #ভাঙ্গায় স্বেচ্ছা সেবকলীগের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদয