শুক্রবার, ২৭ জুলাই ২০১৮
র্যাব ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জেলায় নিহত ২
Home Page » প্রথমপাতা » র্যাব ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জেলায় নিহত ২
বঙ্গ-নিউজ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র্যাবের সঙ্গে ’বন্দুকযুদ্ধে’ হজরত আলী (৪২) নামে একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ জুলাই) দিনগত রাতে উপজেলার পাইকপাড়ার এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থল থেকে দুইটি শুটার গান, কার্তুজ, কুড়াল ও তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে বলে জানায় র্যাবের এক কর্মকর্তা।
এছাড়া রাজবাড়ীর পাংশায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ লালন হালদার (৪০) নামে একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার হাবাসপুর এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’র ঘটনা ঘটে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার ফজলুল করিম জানান, বৃহস্পতিবার রাতে চরমপন্থি লালন ও তার দলের অন্য সদস্যরা পাংশা উপজেলার হাবাসপুর এলাকায় পদ্মা নদীর তীরে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছালে চরমপন্থি দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় লালন গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে বন্দুক, একটি ওয়ান শুটারগান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ৮:৩৫:১৭ ৬০৮ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম