বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮
জাগো নারী- রনজিত চাঙমা
Home Page » বিনোদন » জাগো নারী- রনজিত চাঙমা
নারী তুমি নিজেকে আর ভেবো না
দুর্বল
ভেবো না অসহায়,তুমি অবলা,
শাণিত করো নিজেকে,প্রতিরোধ করো
অন্যায়
তুমি তো নও আদৌ ছলাকলা।
নিজের অধিকার আদায়ে হও
আগুয়ান
থেকো না আর পড়ে পিছে,
এত দিন সমাজ ঠকিয়েছে তোমায়
নানাভাবে
আইন কানুন রীতি নীতি করিয়েছে
মিছে।
নিজেকে ভেবো মানুষ হিসাবে
মনে প্রানে
নারী কি ছিল অন্য প্রানী?
বুঝে নাও এখন পুরুষ কেন মানুষ
ভাবে নাই
ভেবেছে শুধু মনোরজ্ঞনের
ভোগের ছবি।
বিশ্বাসে তুমি করেছো পুজা দিবানিশি
ভেবেছো ঈশ্বরের পরে তাকে,
সুযোগ বুঝে,দুর্বল ভেবে যা খুঁশী তাই
করছে
করে যাচ্ছে আজও তোমার কর্তা সেজে।
তোমার অমতে,তোমার অনিচ্ছাতে
আজও
পুরুষ তোমাকে নিয়ে করছে খেলা,
তাই তো আজ
অত্যাচার,নির্যাতন,খুঁন,ধর্ষন
প্রতিদিন ঘটে চলেছে মেলা।
তুমি কি এখনও অসহায় দুর্বল ভেবে
নিজেকে করে যাবে বলিদান?
জেগে উঠো নারী অন্যায়ের বিরুদ্ধে
বাঁচাও আজ নিজের মান মর্যাদা আত্মসন্মান।
★★★★★
বাংলাদেশ সময়: ১২:১৪:৪৬ ৭২৩ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম