বুধবার, ২৫ জুলাই ২০১৮

অামার খোঁপার ফুল ঝরে যায় পিঠে- সিক্ত খন্দকার

Home Page » সাহিত্য » অামার খোঁপার ফুল ঝরে যায় পিঠে- সিক্ত খন্দকার
বুধবার, ২৫ জুলাই ২০১৮



 অামার খোঁপার ফুল ঝরে যায় পিঠে

একাকী
অামার খোঁপার ফুল ঝরে যায় পিঠে
তবুও তুমি অাসোনাকো ফিরে।
তোমার প্রতিক্ষায় থাকতে থাকতে
ঘুম এসে যায় চোখে,
তবু তুমি অাসোনাকো ফিরে।
বলো তুমি
অাসবে কখন?
কখন তোমার ছুটি?
তোমার অাশায় প্রহর গুনছি
অামি দিবা-নিশি।

বাংলাদেশ সময়: ২০:২৯:১৩   ৩৬২০ বার পঠিত   #  #  #  #