বুধবার, ২৫ জুলাই ২০১৮
মোসাম্মৎ আয়েশা আক্তারের কবিতা ‘মানুষ চলছে ভেসে ভেসে’
Home Page » সাহিত্য » মোসাম্মৎ আয়েশা আক্তারের কবিতা ‘মানুষ চলছে ভেসে ভেসে’
কাক ভেঁজা বৃষ্টির
এই ব্যস্ত শহরে,
মানুষ চলছে ভেসে ভেসে,
গন্তব্যের উদ্দ্যেশে!
কেউবা প্রেমে, কেউবা চোখে - মুখে
অস্বস্থি নিয়ে,
কেউবা পুরোনো স্মৃতির ডায়রিতে মুখ গুজে!
যতবার জীবন এসে
উঁকি দেয় জীবনের কাছে।
ভালোবেসে পাশে এসে -
সময়ের হাত ধরে ছুটে চলা এ শহুরে জীবন !
দুর্বার গতিতে চলছে ছুটে ;
সময় কোথায় হিসেব মিলাবার ?
সময় কোথায় একটুখানি হোঁচট খাওয়ার ?
তবুও নিয়ন আলোর ঝলকে রাত শেষে ভোর হয় -
দেয়ালের কার্নিসে বাস করা কাকের ডাকে !
বাংলাদেশ সময়: ১:২৭:১০ ১০১১ বার পঠিত #বাংলা কবিতা #মানুষ চলছে ভেসে ভেসে #সমকালীন কবিতা