বুধবার, ২৫ জুলাই ২০১৮

মোসাম্মৎ আয়েশা আক্তারের কবিতা ‘মানুষ চলছে ভেসে ভেসে’

Home Page » সাহিত্য » মোসাম্মৎ আয়েশা আক্তারের কবিতা ‘মানুষ চলছে ভেসে ভেসে’
বুধবার, ২৫ জুলাই ২০১৮



 মানুষ চলছে ভেসে ভেসে

কাক ভেঁজা বৃষ্টির
এই ব্যস্ত শহরে,
মানুষ চলছে ভেসে ভেসে,
গন্তব্যের উদ্দ্যেশে!
কেউবা প্রেমে, কেউবা চোখে - মুখে
অস্বস্থি নিয়ে,
কেউবা পুরোনো স্মৃতির ডায়রিতে মুখ গুজে!
যতবার জীবন এসে
উঁকি দেয় জীবনের কাছে।
ভালোবেসে পাশে এসে -
সময়ের হাত ধরে ছুটে চলা এ শহুরে জীবন !
দুর্বার গতিতে চলছে ছুটে ;
সময় কোথায় হিসেব মিলাবার ?
সময় কোথায় একটুখানি হোঁচট খাওয়ার ?
তবুও নিয়ন আলোর ঝলকে রাত শেষে ভোর হয় -

দেয়ালের কার্নিসে বাস করা কাকের ডাকে !

বাংলাদেশ সময়: ১:২৭:১০   ৯৯৭ বার পঠিত   #  #  #