রবিবার, ২২ জুলাই ২০১৮

ভাঙ্গায় দৈনিক বাঙ্গালী খবর পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় দৈনিক বাঙ্গালী খবর পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
রবিবার, ২২ জুলাই ২০১৮



ভাঙ্গায় দৈনিক বাঙ্গালী খবর পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

এস এম শাকিল আহমাদ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ- ফরিদপুরের ভাঙ্গায় দৈনিক বাঙ্গালী খবরের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। রবিবার সকালে আলোচনা ও র‌্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। আলোচনায় বাঙ্গালী খবর পত্রিকার স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক ও সাপ্তাহিক ভাঙ্গার আলো পত্রিকার সম্পাদক এবং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া বিশ্বাস। প্রধান অতিথি তাঁর বক্তব্যে পত্রিকার সার্বিক সফলতা কামনা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক ও দৈনিক ভোরের প্রত্যাশার উপজেলা প্রতিনিধি রমজান শিকদার, চ্যানেল এস ও দৈনিক নতুন দিনের উপজেলা প্রতিনিধি ডাঃ ওবায়দুর রহমান, দৈনিক নবচেতনার উপজেলা প্রতিনিধি ও বঙ্গ-নিউজের বৃহত্তর ফরিদপুরের ব্যুরো চিফ মাসুম আল ইসলাম, সাপ্তাহিক বাঙ্গালী সময়ের উপজেলা প্রতিনিধি জাকির মুন্সি, জাতীয় টিভি অনলাইনের উপজেলা প্রতিনিধি এস এম শাকিল আহমাদ, দৈনিক যায়যায় দিনের উপজেলা প্রতিনিধি দিলীপ কুমার দাস, বাংলাদেশ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি অজয় দাস, দি নিউ নেশনের উপজেলা প্রতিনিধি মোঃ আওলাদ হোসেন মুন্সি, সাপ্তাহিক ভাঙ্গার আলো পত্রিকার বার্তা সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ও স্টাফ রিপোর্টার মনিরুল হক মোল্লা প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৫:০৬:৩৭   ৯৫৬ বার পঠিত   #