রবিবার, ২২ জুলাই ২০১৮

উইকিলিকস গুরু জুলিয়ান অ্যাসাঞ্জের কে বের করে দেবে ইকুয়েডর দূতাবাস

Home Page » অর্থ ও বানিজ্য » উইকিলিকস গুরু জুলিয়ান অ্যাসাঞ্জের কে বের করে দেবে ইকুয়েডর দূতাবাস
রবিবার, ২২ জুলাই ২০১৮



উইকিলিকস গুরু জুলিয়ান অ্যাসাঞ্জের

বঙ্গ-নিউজঃ  উইকিলিকস এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের ‘অ্যাসাইলাম প্রোটেকশন’ বাতিল করে তাঁকে ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পরিকল্পনা করছে ইকুয়েডর কর্তৃপক্ষ। শুক্রবার ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো লন্ডনে ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন। তিনি ওই বিষয়টি চুড়ান্ত করতে ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে অঙ্গীকার করেন।

সংবাদ মাধ্যম ইন্টারসেপ্ট-এর একটি প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে।

জুলিয়ান অ্যাসাঞ্জ ২০১২ সাল থেকে ব্রিটেনের ইকুয়েডর দূতাবাসে অন্তরীণ অবস্থায় রয়েছেন। তাঁকে কয়েক সপ্তাহে মধ্যে
ব্রিটিশ সরকারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

এ বিষয়ে সংবাদ মাধ্যম ইন্টারসেপ্ট-এর সাংবাদিক গ্ল্যান গ্রীনওয়াল্ড এক প্রতিবেদনে জানিয়েছেন, চলতি সপ্তাহেই জুলিয়ান অ্যাসাঞ্জকে ব্রিটেনের ইকুয়েডর দূতাবাস থেকে বের করে দেওয়া হতে পারে।

প্রসঙ্গত, সুইডিশ সরকার অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগ আনে এবং তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এই পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার এড়াতে ব্রিটেনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন জুলিয়ান অ্যাসাঞ্জ।

সূত্র: ওয়াশিংটন এক্সামিনার

বাংলাদেশ সময়: ১১:৪৯:৩৬   ১০৭৬ বার পঠিত   #  #