রবিবার, ২২ জুলাই ২০১৮
প্রায় ২০ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে
Home Page » অর্থ ও বানিজ্য » প্রায় ২০ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছেবঙ্গ-নিউজঃ প্রায় ২০ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। রবিবার সকাল ৭টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়। প্রচণ্ড বাতাসের কারণে শনিবার দুপুর ১১টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার কারণে শনিবার সকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ ও ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। একপর্যায়ে নদীতে বড় বড় ঢেউ সৃষ্টি হলে দুর্ঘটনা এড়াতে বেলা ১১টা থেকে এই নৌপথে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। আবহাওয়া স্বাভাবিক ও নদী শান্ত হলে রবিবার সকাল ৭টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়।
বাংলাদেশ সময়: ১১:৩৬:৫৭ ৭৪৯ বার পঠিত #পাটুরিয়া #পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু