শনিবার, ২১ জুলাই ২০১৮

আজ শিল্পী মইদুল ইসলামের শুভ জন্মদিন

Home Page » Wishing » আজ শিল্পী মইদুল ইসলামের শুভ জন্মদিন
শনিবার, ২১ জুলাই ২০১৮



 শিল্পী মইদুল ইসলাম

বঙ্গ-নিউজঃ আজ শিল্পী মইদুল ইসলামের শুভ জন্মদিন । ১৯৫৬ সালের ২১ শে জুলাই নওগাঁ জেলার সত্য পাড়া গ্রামে তিনি জন্মগ্রহন করেন। ছোটবেলায় পিতার কাছে গানের হাতে খড়ি এবং ঢাকায় এসে নজরুল একাডেমিতে শিক্ষাগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন । নজরুল সঙ্গীত ও উচ্চাঙ্গ সঙ্গীতে তিনি বর্তমানে নজরুল একাডেমি ও ছায়ানটে শিক্ষকতা করেন। বঙ্গ-নিউজ পরিবারের পক্ষ থেকে এই গুনী শিল্পীকে আমরা শুভেচ্ছা জানাই এবং তাঁর দীর্ঘায়ু কামনা করি।

বাংলাদেশ সময়: ১৮:৩৫:৫৫   ১৪৬০ বার পঠিত   #  #