শনিবার, ২১ জুলাই ২০১৮
নারায়ণগঞ্জে ৩ দোকানে ডাকাতি
Home Page » আজকের সকল পত্রিকা » নারায়ণগঞ্জে ৩ দোকানে ডাকাতিবঙ্গ-নিউজ; নারায়ণগঞ্জে দুই নৈশপ্রহরীকে খুন করে তিনটি দোকান থেকে ২৬ লাখ ২৬ হাজার ৮শ’ টাকার মালামাল লুট করে নিয়ে ডাকাতরা। শুক্রবার গভীর রাতে বন্দর উপজেলার লক্ষণখোলা মাদরাসা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহত নৈশপ্রহরীরা হলেন- রায়হান উদ্দিন (৬৫) ও আব্দুল মোতালেব (৫৫)।
শনিবার ভোরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত রায়হান উদ্দিন বন্দরের উত্তর লক্ষণখোলা এলাকার মৃত আব্দুস সামাদ মিয়ার ছেলে ও নিহত আব্দুল মোতালেব চৌড়াপাড়া এলাকার মৃত হবি মিয়ার ছেলে।
বন্দর থানার ওসি শাহীন মন্ডল জানান, গভীর রাতে অজ্ঞাতনামা ডাকাতদল লক্ষণখোলা এলাকায় নৈশপ্রহরী রায়হান উদ্দিন ও আব্দুল মোতালেবকে ইট দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করায় রায়হান উদ্দিন ঘটনাস্থলে নিহত হয় এবং আব্দুল মোতালেককে আহত অবস্থায় ফেলে যায়। আব্দুল মোতালেবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওসি শাহীন মন্ডল বলেন, ডাকাত দল বাজারের সততা ব্যাটারি মেলা, সততা ব্যাটারি সার্ভিসিং ও বিসমিল্লাহ ব্যাটারি স্টোরের তালা ভেঙে মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের গ্রেফতারে অভিযান শুরু করে দিয়েছি। অচিরেই ডাকাতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
বিসমিল্লাহ স্টোরের মালিক জানান, তার দোকান থেকে ১৫ লাখ ৭৫ হাজার টাকার মালামাল লুট হয়েছে। সততা ব্যাটারি সার্ভিসিং থেকে ২ লাখ ৫১ হাজার ৮শ’ টাকার মালামাল ও সততা ব্যাটারি মেলা থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার মাল লুট হয়েছে বলে জানান দোকানের মালিকরা।
বিষয় : নারায়ণগঞ্জ
বাংলাদেশ সময়: ১১:৪০:৫১ ৭১৪ বার পঠিত #bangl ne w.bangladeshi news bd news bong- news breaking #World News