নারায়ণগঞ্জে ৩ দোকানে ডাকাতি

Home Page » আজকের সকল পত্রিকা » নারায়ণগঞ্জে ৩ দোকানে ডাকাতি
শনিবার, ২১ জুলাই ২০১৮



---                                               বঙ্গ-নিউজ;  নারায়ণগঞ্জে দুই নৈশপ্রহরীকে খুন করে তিনটি দোকান থেকে ২৬ লাখ ২৬ হাজার ৮শ’ টাকার মালামাল লুট করে নিয়ে ডাকাতরা। শুক্রবার গভীর রাতে বন্দর উপজেলার লক্ষণখোলা মাদরাসা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহত নৈশপ্রহরীরা হলেন- রায়হান উদ্দিন (৬৫) ও আব্দুল মোতালেব (৫৫)।

শনিবার ভোরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত রায়হান উদ্দিন বন্দরের উত্তর লক্ষণখোলা এলাকার মৃত আব্দুস সামাদ মিয়ার ছেলে ও নিহত আব্দুল মোতালেব চৌড়াপাড়া এলাকার মৃত হবি মিয়ার ছেলে।

বন্দর থানার ওসি শাহীন মন্ডল জানান, গভীর রাতে অজ্ঞাতনামা ডাকাতদল লক্ষণখোলা এলাকায় নৈশপ্রহরী রায়হান উদ্দিন ও আব্দুল মোতালেবকে ইট দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করায় রায়হান উদ্দিন ঘটনাস্থলে নিহত হয় এবং আব্দুল মোতালেককে আহত অবস্থায় ফেলে যায়। আব্দুল মোতালেবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি শাহীন মন্ডল বলেন, ডাকাত দল বাজারের সততা ব্যাটারি মেলা, সততা ব্যাটারি সার্ভিসিং ও বিসমিল্লাহ ব্যাটারি স্টোরের তালা ভেঙে মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের গ্রেফতারে অভিযান শুরু করে দিয়েছি। অচিরেই ডাকাতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

বিসমিল্লাহ স্টোরের মালিক জানান, তার দোকান থেকে ১৫ লাখ ৭৫ হাজার টাকার মালামাল লুট হয়েছে। সততা ব্যাটারি সার্ভিসিং থেকে ২ লাখ ৫১ হাজার ৮শ’ টাকার মালামাল ও সততা ব্যাটারি মেলা থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার মাল লুট হয়েছে বলে জানান দোকানের মালিকরা।

বিষয় : নারায়ণগঞ্জ

বাংলাদেশ সময়: ১১:৪০:৫১   ৭০২ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ