শুক্রবার, ২০ জুলাই ২০১৮

চোখে জল আসলেও চুল বাঁচাতে পেঁয়াজের তেল !!

Home Page » অর্থ ও বানিজ্য » চোখে জল আসলেও চুল বাঁচাতে পেঁয়াজের তেল !!
শুক্রবার, ২০ জুলাই ২০১৮



চুল বাঁচাতে পিয়াজ

পেঁয়াজ কাটতে গেলে চোখে জল আসলেও চুলের যত্নে এর উপকারিতার কথা জানলে মুখে হাসি ফুটবে।

রূপচর্চাবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে পেঁয়াজ দিয়ে তৈরি তেলের উপকারিতা এবং ঘরে বানানোর উপায় এখানে দেওয়া হল।

তৈরির পদ্ধতি

একটি সসপ্যানে ৫০০ মি.লি. নারিকেল তেল নিয়ে গরম করুন।

তেল গরম থাকা অবস্থায় কিন্তু ফুটে ওঠার আগে কুচি করা পেঁয়াজ দিয়ে দিন। পেঁয়াজ একদম মিহি কুচি করতে হবে তা নয়।

দুই থেকে পাঁচ মিনিট গরম করে তাতে কারি পাতা দিন।

মিশ্রণটি ঠাণ্ডা করে ছেঁকে তেল আলাদা করে ফেলুন। এটাই ব্যবহার উপযোগী তেল।

উপকারিতা

- এটা চুল বৃদ্ধিতে সাহায্য করে ও ঘনত্ব বাড়ায়। এটা সুগঠিত চুল গজানোতে সহায়ক।

- চুল কেরাটিনের মিশ্রণে তৈরি এবং এই কেরাটিন মূলত সালফার থেকে তৈরি হয়। পেঁয়াজে প্রচুর পরিমাণে সালফার থাকে, যা ফলিকল বা চুলের গ্রন্থি পুনরুজ্জীবিত করতে সহায়তা করে।

- এটা চুল ঘন ও মজবুত করতে সাহায্য করে।

- এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান মাথার ত্বক সুস্থ রাখে এবং সংক্রমণ মুক্ত রাখতে সাহায্য করে।

বাংলাদেশ সময়: ১৩:৪৬:০৯   ৯৬২ বার পঠিত   #  #