শুক্রবার, ২০ জুলাই ২০১৮

জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম অসুস্থ

Home Page » বিনোদন » জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম অসুস্থ
শুক্রবার, ২০ জুলাই ২০১৮



পাওলি দাম
বঙ্গ-নিউজঃ জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। স্লিপ ডিস্কের ব্যথায় কষ্ট পাচ্ছেন তিনি। চিকিৎসক পাওলিকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। সেই কথা মেনে চলছেন তিনি। ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছেন।

গত শুক্রবার মুক্তি পেয়েছে পাওলি অভিনীত ‘মাটি’ সিনেমাটি। অসুস্থ অবস্থায় মাটি সিনেমার প্রিমিয়ারে গিয়েছিলেন তিনি। কিন্তু তার পর থেকে আবার অসুস্থ হয়ে পড়েন পাওলি।

‘মাটি’ সিনেমায় পাওলির অভিনয় দর্শকদের মন কেড়েছে। পাওলি এখন কাজ করছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের পরিচালনায় ‘কণ্ঠ’ সিনেমায়। সিনেমাটির ডাবিংয়ের কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে ডাবিংয়ের ডেট পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন তিনি। সব কিছু ঠিক থাকলে কণ্ঠ সিনেমাটি ২০১৯ সালের জানুয়ারিতে মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১৩:০১:৩৯   ৮২৯ বার পঠিত   #  #