শুক্রবার, ২০ জুলাই ২০১৮

প্রিয়তম - তাহেরা মোন্নাফ

Home Page » সাহিত্য » প্রিয়তম - তাহেরা মোন্নাফ
শুক্রবার, ২০ জুলাই ২০১৮



শিহরণ লাগে মোর সারা গায় চমকে উঠি আমি

চুরুলিয়ায় জন্ম মাটির ঘরে
আছো তুমি সবার অন্তরে
ছুঁয়েছি তোমার শয়ন খাট
প্রিয় পাইনি আমি তোমারে।

শিহরণ লাগে মোর সারা গায়
চমকে উঠি আমি
আমার হৃদে বাস করো তুমি
প্রাণের চেয়েও দামী।

শূন্য চারপাশ শূন্য ভিটা
হাহাকার তব তরে হায়
সব আয়োজন বৃথা চলে যায়
তুমি বিহনে হেথায়।

ক্ষমা করো আমায় হে প্রিয়তম
পারেনি দিতে কিছু
অসত্য আর অপশক্তি
তোমার বসতভিটার পিছু।

বাংলাদেশ সময়: ১:১৮:২৪   ১১১৫ বার পঠিত   #