সোমবার, ১৭ জুন ২০১৩

“আজ থেকে প্রিমিয়ার ডিভিশন বাস্কেটবল শুরু”

Home Page » খেলা » “আজ থেকে প্রিমিয়ার ডিভিশন বাস্কেটবল শুরু”
সোমবার, ১৭ জুন ২০১৩



f2e1afb9ee889918f9553b6f483d74d3.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ  প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লি: (সিটিসেল) এর পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ১৭ জুন বিকাল থেকে ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে সিটিসেল প্রিমিয়ার ডিভিশন বাস্কেটবল লীগ আরম্ভ হবে। লীগে ১০টি দল অংশ গ্রহন নিবে। এরা হলোঃ ইউরোপা ইয়ুথ,দি গ্রেগারিয়াস ,ধুমকেতু,ঈগেলস, রেঞ্জার্স,বকসী বাজার ,ফ্লেইম বয়েজ,হরনেটস এসসি ,দি গ্রেগস ও ওল্ড ডিওএইচএস। সিটিসেল এর হেড অব কর্পোরেট কমিউনিকেশনস এন্ড পাবলিক রিলেশনস তাসলিম আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
উদ্বোধনী দিনের প্রথম খেলা বিকেলে রেঞ্জার্স বনাম ওল্ড ডিওএইচএস এর মধ্যে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ৮:৩৬:৩৬   ৪২১ বার পঠিত