বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮

ভাঙ্গার সেই কথিত ধর্ষিতার সেফ হোমের চালা ভেঙ্গে পলায়ন

Home Page » সংবাদ শিরোনাম » ভাঙ্গার সেই কথিত ধর্ষিতার সেফ হোমের চালা ভেঙ্গে পলায়ন
বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮



ভাঙ্গার সেই কথিত ধর্ষিতার সেফ হোমের চালা ভেঙ্গে পলায়ন

শাকিল আহমাদ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ- ফরিদপুরের সেফ হোমের চালা ভেঙ্গে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শরিফাবাদ গ্রামের মৃত. শাহিন শেখের মেয়ে শম্পা (১৬) ও মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার বালিগা গ্রামের আশরাফ তালুকদারের মেয়ে বিপাশা আক্তার মাহিয়া (১৮) নামের দুই ভিকটিম পলায়ন করেছে। এব্যাপারে সমাজসেবা অধিদপ্তরের উপ-তত্বাবধায়ক রোমেনা আক্তার ফরিদপুরের কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়রী করেছে। এব্যাপারে রোমেনা আক্তার অভিযোগ করে বলেন, শম্পা আমাদের এখানে আসার পর থেকেই বিভিন্ন সময়ে একে অপরের সাথে ঝগড়া-মারামারি করত। গত ইং ১৩/০৭/২০১৮ তারিখে দিবাগতরাত আনুমানিক দুইটায় ঘরের চালা ভেঙ্গে পালিয়ে যায়। পরে অনেক খোজা খুজির পরে না পেয়ে ইং ১৭/০৭/২০১৮তারিখে থানায় ডায়রী ভুক্ত করা হয়। উল্লেখ্য, শম্পা ভাঙ্গা থানায় ইং ২৩/৫/২০১৮ তারিখে একটি ধর্ষণ মামলা দায়ের করে। পরে বিভিন্ন জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকায় এব্যাপারে “ভাঙ্গায় পতিতার ধর্ষণ মামলায় ফায়দা লুটার অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:১৮   ১০৪০ বার পঠিত   #