বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮
নাটোরে জেহাদি বইসহ ৩ ‘জেএমবি’ সদস্য গ্রেফতার
Home Page » জাতীয় » নাটোরে জেহাদি বইসহ ৩ ‘জেএমবি’ সদস্য গ্রেফতার
বঙ্গ-নিউজ ;নাটোরে সংগঠনের কার্যক্রমের প্রচারের সময় জেহাদি বইসহ ‘জেএমবির তিন সদস্যকে’ গ্রেফতার করেছে র্যাব-৫।
বুধবার রাতে সদর উপজেলার রুইয়েরভাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার তিনজন হলো- নাটোরের গুরুদাসপুর উপজেলার মহারাজপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৩০) ,বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি গ্রামের আমির হোসেনের ছেলে আমজাদ হোসেন (৪২) ও লালপুর উপজেলার চৌধুডাঙ্গা গ্রামের মৃত গাজিউর রহমানের ছেলে জহির উদ্দিন (৪০)।
র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ জেএমবির কিছু সদস্য রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁসহ বিভিন্ন এলাকায় সংগঠনের প্রচার কাজ চালাচ্ছে- এমন গোপন সংবাদে বুধবার রাতে র্যাবের গোয়েন্দা বিভাগের সদস্যদের একটি দল সদর উপজেলার রুইয়েরভাগ এলাকায় অভিযান চালায়।
তিনি জানান, অভিযানকালে গোপন মিটিং করার সময় জাহিদুল, আমজাদ ও জহির উদ্দিন নামের জেএমবির ওই তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় আরো অন্তত ১০/১২ জন পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকারোক্তি দিয়েছে বলে জানান মেজর শিবলী মোস্তফা।
বাংলাদেশ সময়: ১২:৪৯:০৪ ৯২০ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News