মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮
তামান্না জেসমিনের কবিতা ‘ এক্কাদোক্কা’
Home Page » সাহিত্য » তামান্না জেসমিনের কবিতা ‘ এক্কাদোক্কা’
হারার দুখের অংশ নেবে
এমন কি কেউ আছে ?
জেতার সুখ ছিনিয়ে নিতে
হাজার মানুষ কাছে।
দুখের সাথী কে আছে আর
আজন্মকাল একা ,
চেনার মধ্যে যেতে যেতে
দুঃসাহসী ধোকা।
এক্কাদোক্কা দিনের শেষে
রাত্রি নেমে আসে
শাপলুডুতে একটি জীবন
সাত সাগরে ভাসে।
পলাতকা সময় গুলো
পাল তুলে যায় স্রোতে ,
নোঙ্গর ফেলার বায়না কেনো
স্বপন ভাঙ্গা রাতে ?
ভাদর খরায় আগুন রোদে
পুড়ছে সবুজ গ্রাম
নদীর ধারে বাঁশি ফেলে
কোথায় গেছে শ্যাম?
রুদ্র বাতাস আকাশ কালো
নেই যে কলতান
বারিষ আদর নীল মায়াতে
ভিজবে কি দুই মন?
মনের খবর নেইতো কোথাও
লাভ লোভাতুর চোখ
ভোগ ভোগান্তি ভূগোলেতে
অগুনতি মুখ ভুখ।
বাংলাদেশ সময়: ০:০৯:৪৭ ১৫৬৬ বার পঠিত #তামান্না জেসমিনের কবিতা ' এক্কাদোক্কা' #প্রেমের কবিতা #বাংলা কবিতা