শনিবার, ১৪ জুলাই ২০১৮
দক্ষিণ বংশীকুণ্ডায় কবি পুত্র বিজয় কৃষ্ণের ১ম জন্মবার্ষিকী পালিত
Home Page » বিবিধ » দক্ষিণ বংশীকুণ্ডায় কবি পুত্র বিজয় কৃষ্ণের ১ম জন্মবার্ষিকী পালিতস্টাফ রিপোর্টার,বঙ্গনিউজঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন দক্ষিণ বংশীকুন্ডায় গতকাল ১৩ জুলাই বংশীকুণ্ডা সদরে জাকজমকপূর্ণভাবে কেক কেটে ও গান,কবিতা আবৃত্তির মধ্য দিয়ে কেন্দ্রীয় হাওরসাহিত্য গণপাঠাগারে হাওরকবি জীবন কৃষ্ণ সরকারের পুত্র বিজয় কৃষ্ণ সরকারের ১ম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।এসময় এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের পাশাপাশি হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা (হাসুস) বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বতস্ফূর্তভাবে অংশ নেয়।অনুষ্ঠানকে ঘিরে সকাল ১০ টা থেকেই পাঠাগারে বিরাজ করছিল উৎবের আমেজ।সৌখিন ছেলে-মেয়েরা সুসজ্জিত করে সাজান পাঠাগারটিকে।চলে দলে দলে ফটোসেশন।অনুষ্ঠানের এক পর্যায়ে সবাই গান, কবিতা, ও কৌতুকে হারিয়ে যায়।এই ইভেন্টে যারা অংশ গ্রহণ করেন তারা হলেন পরভীন আক্তার পান্না,রিয়াদ মাহফুজ মাছুম,মোঃ মানিকনূর,মোঃ শাহিন কাদির,সুমন আহমেদ,সাদ্দাম হোসেন,জাকারুল ইসলাম,আলমগীর তাং,সামিউল ইসলাম রাজীব।
রিদওয়ান হাসান এর উপস্থাপনায় আলোচনা পর্বে সকলে বিজয় কৃষ্ণ সরকারের জীবন সুন্দর ও সাফল্য মন্ডিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।অভিমত ব্যক্ত করেন সারোয়ার আলম,বিজয় কৃষ্ণের দাদু বাউল কবি সুধীর রঞ্জন সরকার,পিতা জীবন কৃষ্ণ সরকার,মাতা বিনতা কৃষ্ণ সরকার।
বিনতা কৃষ্ণ সরকার সভায় তাঁর পুত্রের জন্য সকলের কাছে দোয়া/আশীর্বাদ কামনা করেন।কবি জীবন কৃষ্ণ সরকার তাঁর বক্তৃতায় পুত্রের জন্য দোয়া/আশীর্বাদ কামনা করে বলেন “জন্মে শ্রেষ্ঠতা নেই কর্মেই শ্রেষ্ঠতা।আমি বলবো সে শিক্ষিত হোক,ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হোক তবে সেযেনো সুশিক্ষত হয় এবং সমাজকে কিছু দিতে পারে এমনকি সে আমাকে যদি কিছু নাও দিতে পারে।”পরে সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আলোচনা পর্ব শেষ করেন।আলোচনা শেষে সবাই যোগ দেন কেককাটা উৎসবে।এসময়”HAPPY BIRTH DAY TO BIJOY KRISHNA” রবে পুরো পাঠাগার প্রাঙ্গণ মুখরিত হয়ে যায়।হাওর পারে এমন ব্যতিক্রমী আয়োজনে সকলে হারিয়ে যান কিছুক্ষনের জন্য অন্য ভুবনে।পরে সবাইকে মিষ্টিমুখ করিয়ে আপ্যায়ন ও বিজয় কৃষ্ণকে আশীর্বাদ প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠাণের সমাপ্তি ঘোষিত হয়।
বাংলাদেশ সময়: ২০:২৪:৫১ ৭৮২ বার পঠিত