শুক্রবার, ১৩ জুলাই ২০১৮
তাহেরা মোন্নাফের কবিতা ‘নিরজনে ‘
Home Page » সাহিত্য » তাহেরা মোন্নাফের কবিতা ‘নিরজনে ‘মন বাতায়নে চেয়ে একা
বসে আছি নিরজনে
প্রিয় থেকে প্রিয় তুমি
দোলা দিয়ে যাও মনে।
ছুঁয়ে যাও আনমনে
মিষ্টি হাসির আলাপনে
ক্লান্ত দিন হয় মুখর
তোমার আমার কলতানে।
আকাশে মেঘের ভেলা
পাড়ি দেয় ঐ পাহাড়ের আড়ে
মিষ্টি কিছু ভালোলাগা
ডাক দিয়ে যায় দু’জনারে।
এসো প্রিয় হে সুন্দর
জীবনের ভেলায় ভেসে
মরতে পারি তোমার জন্য
ইচ্ছে করে হেসে হেসে।
বিকেল. ৩.১০
১৩.৭.২০১৮
বনশ্রী
বাংলাদেশ সময়: ১৫:৫৯:৫৪ ৮৩১ বার পঠিত #কবিতা #তাহেরা মোন্নাফের কবিতা নিরজনে #বঙ্গ-নিউজ কবিতা #বাংলা কবিতা