শুক্রবার, ১৩ জুলাই ২০১৮

অন্তর্জালে শর্ট ফিল্ম “পাপীয়সী”

Home Page » বিনোদন » অন্তর্জালে শর্ট ফিল্ম “পাপীয়সী”
শুক্রবার, ১৩ জুলাই ২০১৮





বঙ্গ-নিউজঃওমর সানিঃ-মুক্তি পেয়েছে লিয়ন ও পাপরি’র পাপিয়সী শর্টফিল্ম। শর্টফিল্মটির ডিরেক্টর ছিলেন “শীতল”।
 এবংসিনেমাটোগ্রাফার ছিলন”রাদ”।
শর্টফিল্মটি তৈরী হয়েছে একটা বাস্তব ঘটনা সাঙ্গ করে। শর্টফিল্মটির চরিত্রের নায়িকার এরকম একটা ডায়ালগ ছিলো মেয়েরা কাপড় খুললে ও দোষ,,না খুললে ও দোষ ।হ্যাঁ ব্যাপারটা বর্তমান 
সময়ের সাথে খুব যায়।
এদেশে ধর্ষিত হয় হাজারো যুবতী,,তরুনী মেয়ে। ধর্ষন হয়,,বিচার হয়না । তারা অনেক সময় নিজেদের লজ্জা সহ্য করতে না পেরে বরণ করে নেয় মৃত্যু। অকালেই ঝরে যায় হাজারো জীবন। সেরকম গল্প অবলম্বনেই সৃষ্টি হয়েছে “পাপীয়সী”

শর্টফিল্মটির সম্পর্কে অভিনেতা “লিয়ন” বলেন- এটা আমার চতুর্থ শর্টফিল্ম, বলতে পারি এই শর্টফিল্ম টা অন্য সব কাজের থেকে একেবারে আলাদা। এই শর্টফিল্ম এর জন্য ডিরেক্টর আমাকে অনেক দিন থেকে তৈরি করেছেন। কাজটা করে আমার অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সব থেকে মজার ব্যাপার হলো এই ফিল্ম টার শুটিং এর আগে ডিরেক্টর আমাকে দুইদিন শুধু দুই ঘন্টা করে ঘুমাতে দিয়েছে, আর এক বেলা খাবার দিয়েছে। কাজটা ইউটিউব এবং ফেসবুকে ব্যাপক সাড়া পাচ্ছে। এত কষ্ট করে কাজ করার পর যখন ভালো
সাড়া পাই তখন কষ্ট আর কষ্ট থাকেনা। আমার আর ডিরেক্টর এর অনেক দিন এর ইচ্ছে ছিলো, আমার প্রিয় হোমটাউন কে ঘিরে কাজ টা করবো, অবশেষে কাজটা করতে পেরেছিলাম। অবশ্য এই কাজটা করতে আমার বন্ধু এবং কাছের মানুষদের কাছে অনেক হেল্প পেয়েছি। বিশেষ করে, রক্সি, নাইম, সাজন, নির্ঝর আরও অনেকে।

ডিরেক্টর শীতল শর্টফিল্ম সম্পর্কে বললেনঃ- “পাপীয়সী” আমার দ্বিতীয় শর্টফিল্ম, প্রথম টা “মাথিনের গল্প”।মাথিনের গল্পতে লিয়ন কে একটা গুরুত্বপূর্ণ রোল দিয়ে দেখলাম, সে কাজটা মন দিয়ে করছে, ওর কাজের প্রতি অনেক  ভালবাসা আছে ভীষন। ওকে শুধু একটু বুঝিয়ে দিতে হবে, তাহলে সে কাজটা ভালো করে করবে, তার প্রমান তো আপনারা পাচ্ছেন। ওকে নিয়ে আমার অনেক প্ল্যান আছে। কিন্তু ও মাঝে মাঝে লাইনচ্যুত হয়ে পড়ে। কাজটা রিলিজ করার পর বেশ কিছু ডিরেক্টর ওর অনেক প্রশংসা করেছে। রীতিমত একদিন আমাকে একজন ফোন করে কান্না করে বললো, ভাই কাজটা একেবারে সত্যি কাহিনী নির্ভর। আমার সিনেমাটোগ্রাফার রাদ, সে এই কাজটার জন্য অনেক পরিশ্রম করেছে, অবশ্যই আমার আরো নতুন নতুন কাজ নিয়ে আপনাদের কাছে আসবো।

এই শর্টফিল্ম টা বর্তমান সময়ের সাথে যাচ্ছে, ভাবলাম এই কাজটার জন্য লিয়নই বেস্ট, কারন ওকে আমি স্ক্রিপ্ট পড়ে নয়, নিজের মত করে করিয়ে নেই।---

সিনেমাটোগ্রাফার রাদ বলেনঃ ওর সাথে কথা বলে বুঝলাম, সে আমার ফ্রেম বুঝে, আমার মনের কথা বুঝে। ফিল্ম টার সাথে সম্পর্কিত সকল এক্টর, কো-এক্টর এবং টিমের সবাই মন দিয়ে কাজ করেছে, সবাই কাজটা নিজের মনের মত করে করেছে।

বাংলাদেশ সময়: ১২:০৬:৪৭   ৯৭৮ বার পঠিত