বুধবার, ১১ জুলাই ২০১৮
সরকারের চলমান উন্নয়ন ও বিএনপি-জামায়াতের ‘নৃশংসতার’ চিত্র তুলে ধরুন- নওফেল
Home Page » জাতীয় » সরকারের চলমান উন্নয়ন ও বিএনপি-জামায়াতের ‘নৃশংসতার’ চিত্র তুলে ধরুন- নওফেল
বঙ্গ-নিউজ: বর্তমান সরকারের চলমান উন্নয়নের চিত্র দেশবাসির কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। একইসাথে বিগত দিনে দেশজুড়ে বিএনপি-জামায়াতের নৃশংসতার চিত্র তৃণমূলকে তুলে ধরে ঘরে ঘরে ভোট চাইতে বলেন তিনি।
মঙ্গলবার (১০ জুলাই) সন্ধ্যায় যাত্রাবাড়ি ধলপুর কমিউনিটি সেন্টারে ‘ঢাকা-৫ নির্বাচনী এলাকার উদ্যোগে’ আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি। ২১ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা সফল করার লক্ষে এ সভার আয়োজন করা হয়।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাবিবুর রহমান মোল্লা এমপি’র সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাত, সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ, ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিমসহ ডেমরা, যাত্রবাড়ি থানা ছাত্রলীগ, শ্রমিকলীগ ও সেচ্ছাসেবকলীগের সভাপতি-সাধারণ সম্পাদক।
নওফেল বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে দেশি-বিদেশীদের নিয়ে বিএনপি-জামায়াত গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের লক্ষ একটাই যেকোন মূল্যে তাদের ক্ষমতায় আসতে হবে। তারা সবসময় ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার স্বাদ গ্রহণ করেছে। আর আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেছে। এটাই হচ্ছে বিএনপি আর আওয়ামী লীগের মধ্য পার্থক্য।
ঢাকা বিভাগের দায়িত্বে থাকা আওয়ামী লীগের এ সাংগঠনিক সম্পাদক আরও বলেন, শেখ হাসিনাকে সংবর্ধনা জানাতে সোহরাওয়ার্দী ও আশপাশে লোকে লোকারণ্য থাকবে।
বাংলাদেশ সময়: ৮:০৪:৫২ ৬১৪ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম