বুধবার, ১১ জুলাই ২০১৮
এবার নারী বিশ্বকাপ টি-টোয়েন্টি বাছাইপর্বেও গর্জন বজায় রাখলো বাঘিনীরা
Home Page » ক্রিকেট » এবার নারী বিশ্বকাপ টি-টোয়েন্টি বাছাইপর্বেও গর্জন বজায় রাখলো বাঘিনীরা
বঙ্গ-নিউজ: প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জয়। এরপর আয়ারল্যান্ডের মাটিতে সিরিজ জয় করে ইতিহাসের পাতায় নাম লেখায় বাংলাদেশের নারী ক্রিকেটাররা। আর সেই ধারাবাহিকতার গর্জন এবার নারী বিশ্বকাপ টি-টোয়েন্টি বাছাইপর্বেও বজায় রাখলো বাঘিনীরা।
নিজেদের প্রথম দুই ম্যাচে টানা দুই জয়ের পর আরব আমিরাতের বিপক্ষেও দাপট অব্যাহত রেখেছে টাইগ্রেসরা। নারী বিশ্বকাপের ১১তম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ।
তৃতীয় ম্যাচ আরব আমিরাতকে মাত্র ৩৯ রানেই বেঁধে ফেলেছে সালমা খাতুনের দল। এই ম্যাচেই টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেছেন ফাহিমা খাতুন। ইনিংসের ১৩তম ওভারের শেষ ৩ বলে ৩ উইকেট তুলে নেন এই লেগ স্পিনার।
ফাহিমার হ্যাটট্রিক ও নাহিদা-রুমানার নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬.২ ওভারে মাত্র ৩৯ রানে গুটিয়ে গেছে আরব আমিরাতের ইনিংস। ৪ ওভারে ৮ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন ফাহিমা। রুমানা আহমেদ ও নাহিদা আকতার নিয়েছেন দুটি করে উইকেট।
বাংলাদেশ সময়: ৭:৩৩:৩৫ ৫৩৩ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম