রবিবার, ১৬ জুন ২০১৩
‘নির্দোষ মেসি’
Home Page » খেলা » ‘নির্দোষ মেসি’বঙ্গ- নিউজ ডটকমঃ বার্সেলোনা তারকা নিওলেন মেসি করফাঁকি দিয়েছেন তা নিয়ে তদন্তের বিষয় রয়েছে। আর তদন্ত যাই হোক, মেসিকে কখনই দোষী মনে করেন না ক্লাবটির সভাপতি সান্দ্রো রসেল। তিনি মনে করেন, মেসি নির্দোষ।এক সংবাদ সম্মেলনে মেসির পাশেই থাকছেন বলে জানিয়েছেন বার্সা সভাপতি।
তিনি বলেন, মেসির পরিবার শান্ত রয়েছে। আমরা সব রকম সহায়তাই তাদের করবো। কারণ তাদের প্রতি আমার বিশ্বাস রয়েছে।
স্পেনের আয়কর বিভাগ থেকে কিছুদিন আগে অভিযোগ উঠে মেসি ও তার বাবা ৪০ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছেন। কিন্তু এরপরই এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেন মেসি। অভিযোগ প্রমাণ হলে ছয় বছরের জেল হতে পারে টানা চারবার ব্যালন ডি’ওর জেতা মেসির।
মেসি দাবি করেন কখনোই কোনো আইন বহির্ভূত কাজ করেননি তিনি।
বাংলাদেশ সময়: ২১:২৫:১০ ৪৮১ বার পঠিত