রবিবার, ১৬ জুন ২০১৩

অফিসের কাজে আইরোবট

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » অফিসের কাজে আইরোবট
রবিবার, ১৬ জুন ২০১৩



irobot-300x187.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ নির্ধারিত কাজ করার ক্ষেত্রে রোবট সহায়ক হিসেবে বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। রোবট প্রস্তুতকারী প্রতিষ্ঠান আইরোবট এবং নেটওয়ার্কিং পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিসকো এই প্রযুক্তি নিয়ে একত্রে কাজ করছে। এভা ৫০০ মডেলের রোবট হবে মুখোমুখি যোগাযোগের জন্য প্রথম রোবোটিক সমাধান।এই প্রকল্পের অন্যতম প্রতিষ্ঠান আইরোবট ইতিমধ্যেই বাড়ির কাজের জন্য ভ্যাকুয়াম রোবট এবং বোমা নিষ্ক্রিয় করতে প্যাকবট তৈরি করে।

এভা ৫০০ মূলত অফিসের জন্য তৈরি করা হচ্ছে। এছাড়া ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে প্রতিষ্ঠানের কর্মকারীদের মাঝে যোগাযোগ রক্ষায় সহায়তার জন্যও রোবটটি কাজ করবে।

এ বছরের শেষের দিকে এভা ৫০০ রোবট তৈরিতে একটি বেটা প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:২২:৪৪   ৪২৪ বার পঠিত