রবিবার, ৮ জুলাই ২০১৮
১০ ও ১১ জুলাই বিশ্বকাপের দু’টি সেমি ফাইনাল,কে কার মুখোমুখি হবে
Home Page » জাতীয় » ১০ ও ১১ জুলাই বিশ্বকাপের দু’টি সেমি ফাইনাল,কে কার মুখোমুখি হবে
বঙ্গ-নিউজ: রাশিয়া বিশ্বকাপের শেষ আটের খেলা শেষ। এরই মধ্যে ৪টি দল সেমি ফাইনালে উঠেছে। দলগুলো হলো- ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। এর মধ্য দিয়ে সেরা ৪ দল পেয়ে গেল রাশিয়া বিশ্বকাপ। দুদিন বিরতি দিয়ে ১০ ও ১১ জুলাই বিশ্বকাপের দু’টি সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে।
এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে সুয়ারেজের উরুগুয়ে, নেইমারের ব্রাজিল। বিদায় নিয়েছে আয়োজক দেশ রাশিয়াও। ২৮ বছর পর বিশ্বকাপের শেষ চারে ইংল্যান্ড। ২০ বছর বাদে সেমি ফাইনালে ক্রোয়েশিয়া। ১৯৮৬ সালের পর আবার সেমি ফাইনালে উঠেছে বেলজিয়াম। ১৯৯৮ সালের পর আবার বিশ্বকাপ জয়ের হাতছানি ফ্রান্সের সামনে।
আগামী ১০ ও ১১ জুলাই থেকে সেরা ৪ দলের মধ্যে শুরু হবে ফাইনালে ওঠার লড়াই।
শেষ চারের লড়াইয়ে কে কবে কোথায় কার মুখোমুখি হচ্ছে, চলুন দেখে নেয়া যাক-
ফিফা বিশ্বকাপ-২০১৮: সেমি ফাইনালের সূচি
১. ফ্রান্স বনাম বেলজিয়াম
১০ জুলাই, মঙ্গলবার। বাংলাদেশ সময় রাত ১২টা। ভেন্যু: সেন্ট পিটার্সবার্গ।
২. ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া
১১ জুলাই, বুধবার। বাংলাদেশ সময় রাত ১২টা। ভেন্যু: মস্কো।
বাংলাদেশ সময়: ৯:২৮:০৪ ১৩২৫ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম