রবিবার, ৮ জুলাই ২০১৮
মাদকবিরোধী অভিযানে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে ঝিনাইদহে নিহত ২
Home Page » জাতীয় » মাদকবিরোধী অভিযানে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে ঝিনাইদহে নিহত ২
বঙ্গ-নিউজ: র্যাবের কথিত বন্দুকযুদ্ধে ঝিনাইদহের পৌর এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে দুইজন নিহত হয়েছেন। এ সময় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে র্যাব। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি, ফেনসডিলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। রোববার (৮ জুন) ভোররাতে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাশে পবহাটি জামতলা মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলা শহরের বাঘা যতিন সড়কের রহিম বক্সের ছেলে সাজ্জাতুল ইসলাম ডিএম (৩৫) ও একই উপজেলার উদয়পুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৩৪)।
ঝিনাইদহ র্যাবের সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ জানান, ৩ টার দিকে র্যাব ঝিনাইদহ পৌর এলাকার পবহাটি নামক স্থানে একটি চেকপোস্ট বসায়। এ সময় একটি মোটরসাইকেলের আরোহীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে দু-পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে মোটরসাইকেল আরোহী দুজনকে গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্তায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় র্যাবের এএসআই তরিকুল ইসলাম ও ল্যান্স নায়েক আবু সাইদ আহত হয়েছেন।
র্যাব জানায়, নিহত মাদককারবারী সাজ্জাতুল ইসলাম ডিএম ও আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলো। তারা তালিকাভুক্ত মাদক কারবারী ছিলেন।
বাংলাদেশ সময়: ৮:৩৭:৫০ ৬৮৮ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম