বৃহস্পতিবার, ৫ জুলাই ২০১৮

ঋত্বিক বন্দ্যোপাধ্যায়ের কবিতা ‘ লাস্ট বেঞ্চের ছেলেটি’

Home Page » সাহিত্য » ঋত্বিক বন্দ্যোপাধ্যায়ের কবিতা ‘ লাস্ট বেঞ্চের ছেলেটি’
বৃহস্পতিবার, ৫ জুলাই ২০১৮



লাস্ট বেঞ্চের ছেলেটি

লাস্ট বেঞ্চে বসে ছেলেটি, হিঁজি বিঁজি আঁকে;
বিজ্ঞানের স্যার মন দেয় চার্লস ল বোঝাতে।
ছেলেটি এক মনে কি যেন আঁকে,
স্যার এর -ই প্রতিকৃতি।
পড়া না শুনে ছবি আঁকা?
তাও আবার আমারই?
রাগে কাঁপতে কাঁপতে স্যার বলে…
“কি পড়েছিলাম বল দেখি?”
লাস্ট বেঞ্চে বসে থাকা ছেলেটি উত্তর দেয়-
“বয়েল’স ল স্যার” -
স্যার এর গর্জনে আকাশ ফাটে
হতচ্ছাড়া; বয়েল’স ল ? তাই বল দেখি?
লাস্ট বেঞ্চে বসে থাকা ছেলেটি
গড়গড় করে আউড়ায় চার্লস ল ।
এতটুকু খামতি নেই তার বোঝায়।
অবাক হয় স্যার এর মন।
মনে মনে ভাবে, এ তো নয় সাধারণ?
ত্রিশ বছর কেটে যায়,
ক্লাসের ভালো ছেলেরা আজ ছোট, মাঝারি কিংবা বড়ো চার চাকা চেপে,
শনিবার এর সন্ধ্যায় মাচায় বসে,
চা এর কাঁপে চুমুক দেয়।
লাস্ট বেঞ্চে বসা সেই ছেলেটির সঙ্গী ভাঙা স্কুটার।
ওদের প্রশ্নে ব্যথায় ভরে যায় মন।
কী রে ?
তুই একটা চার চাকাও পারিস নি করতে?
কি করলি সারা জীবন?
আবার বিল গেটস এর উক্তি শোনায়- “গরীব হয়ে জন্মানো অসম্মানের নয়, মৃত্যু অপরাধের”।
বিষণ্ণ মনে আড্ডা সেরে বাড়ি ফিরা,
উক্তিটি বার বার মনে শূলের মতো বেঁধে।
আমি কি কিছুই পারলাম না এই জীবনে ?
শনিবার এর সন্ধ্যায় মাচায় বসে চা এর কাপে চুমুক দিয়ে প্রশ্ন করি- ‘এই বলতো, রাতে ঘুমোবার আগে কটা স্লিপিং পিল খেতে হয় তোদের?’
স্তব্ধ হয় চারদিক।
গর্বিত আমি বলে চলি।
জানিস, আজও ঘুম আসে বিছানায় মাথা দিলেই।
চা- এর কাপের চুমুকে
নিঃস্তব্ধতা ভাঙে।


ঋত্বিক বন্দ্যোপাধ্যায়
ঋত্বিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম ২১-শে এপ্রিল ১৯৬১, কলকাতার সঙ্গীতমনস্ক বন্দ্যোপাধ্যায় পরিবারে। বাবা স্বর্গীয় চিত্তপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় বিখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ভীশ্বদেব চেট্টাপাধ্যায় এর প্রিয় ছাত্র। কাকা পীযূষপ্রসন্ন পণ্ডিত রবিশঙ্করের শিল্পশিক্ষায় দীপ্ত। ১৭ বছর বয়সে নিজেকে স্বাবলম্বী করা ও দেশমাতৃকার সেবায় নিজেকে সমর্পিত করার জন্য ভারতীয় বায়ুসেনায় যোগদান এবং ২১ বছর ধরে এই নিষ্ঠাপালন। ১৯৯৯ সালে বায়ুসেনা থেকে সেবানিবৃত্তির পর আই আই টি খড়্গপুরে যোগদান। ২০০৭ সালে রবীন্দ্রভারতীকে আপন করে নেওয়া এবং নিরাপত্তা সুরক্ষা অধিকারী হিসেবে যোগদান। বর্তমানে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ছাত্রকল্যাণ অধিকারী, Purchase Officer এবং Law Officer এর দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের Security and Disaster Management পাঠ্যক্রমের কো-অর্ডিনেটর এর দায়িত্বপ্রাপ্ত। ২০১৬ -তে আমন্ত্রণমূলক বক্তৃতা প্রদান অক্সফোর্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

বাংলাদেশ সময়: ২২:৫৪:৩৯   ২০১০ বার পঠিত   #  #  #  #  #  #