রবিবার, ১৬ জুন ২০১৩
পদ্মা সেতুতে পরোক্ষভাবে সহযোগিতা করছে বিশ্বব্যাংক: যুট
Home Page » অর্থ ও বানিজ্য » পদ্মা সেতুতে পরোক্ষভাবে সহযোগিতা করছে বিশ্বব্যাংক: যুটবঙ্গ- নিউজ ডটকমঃ বাংলাদেশে বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি ইয়োহানেস যুট জানিয়েছেন, সরাসরি পদ্মা সেতুতে সহযোগিতা না করলেও পরোক্ষভাবে সহযোগিতা করছে বিশ্বব্যাংক।রাজধানীর বিশ্ব ব্যাংক কার্যালয়ে ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সুট বলেন, বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্পে সরাসরি অর্থায়ন করবে না। তবে বাংলাদেশ সরকারের অন্যান্য অগ্রাধিকার প্রকল্পে অর্থায়ন ও সহযোগিতা অব্যাহত রাখবে।
তিনি বলেন, প্রতিবছর এ দেশে বিভিন্ন ক্ষেত্রে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাড়ছে। আমরা আশা করি, বাংলাদেশ নিজস্ব অর্থয়নেই পদ্মা সেতু করতে পারবে।
যুট বলেন, এতে সরকার চাপমুক্তভাবে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নিতে পারবে। অর্থাৎ পদ্মা নির্মাণে আমরা পরোক্ষভাবে সহযোগিতা করছি।
বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি সংবাদ সম্মেলনে বলেন, শিক্ষা, অবকাঠামো, জ্বালানির মতো অনেক অগ্রাধিকার প্রকল্প রয়েছে। যেখানে বিশ্ব ব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে।
বাংলাদেশে সুশাসনের অভাব নিয়ে দাতা সংস্থাগুলোর দীর্ঘদিনের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বিশ্বের অনেক দেশেই সুশাসনের অভাব রয়েছে। এর মধ্যেই সামনে এগিয়ে যেতে হবে।
এর আগে গত ১১ জুন বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি ইয়োহানেস যুট বলেন, বিশ্ব ব্যাংক মনে করে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়ন সম্ভব।
সংবাদ সম্মেলনে বাজেট প্রসঙ্গে বিশ্ব ব্যাংকের বাংলাদেশের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, এই বাজেট সুযোগ এবং চ্যালেঞ্জের বাজেট।
তিনি জানান, বাজেটে সুযোগ হিসেবে আছে মূলধনী ব্যয় বাড়ানো ও সামাজিক ব্যয় যৌক্তিকরণসহ নানা প্রস্তাব।
জাহিদ হোসেন জানান, বৈদেশিক সাহায্য পাওয়া যাবে কি না এবং সরকার পরিবর্তন হলেও বাজেট বাস্তবায়ন করা যাবে কি না- এ ধরনের চ্যালেঞ্জ রয়েছে বাজেটে।
২৯০ কোটি ডলারের বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংক ঋণ দেয়ার কথা থাকলেও দুর্নীতির অভিযোগ তুলে সংস্থাটি পরে সরে যায়। এরপর বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়।
চলতি অর্থবছরের পর আগামী অর্থবছরের বাজেটেও এই প্রকল্পে অর্থ বরাদ্দ রাখা হয়েছে। ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পদ্মা সেতু প্রকল্পের জন্য ছয় হাজার ৮৫২ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে।
পদ্মা সেতু প্রকল্পে যে পরিমাণ অর্থ বিশ্ব ব্যাংকের ঋণ দেয়ার কথা ছিল সেই পরিমাণ অর্থ বাংলাদেশে অন্য তিনটি প্রকল্পে দিতে ইতিমধ্যে সম্মত হয়েছে বিশ্ব ব্যাংক।
পদ্মা সেতুর মূল কাজের জন্য আগামী ৩০ জুন ৯ হাজার ১৭২ কোটি টাকার দরপত্র ডাকা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
বাংলাদেশ সময়: ২১:১২:৪২ ৫১১ বার পঠিত