সোমবার, ২ জুলাই ২০১৮
সংসদে কর্মরতদের জন্য প্রধানমন্ত্রী ‘হিমসাগর’ আম উপহার দিলেন
Home Page » জাতীয় » সংসদে কর্মরতদের জন্য প্রধানমন্ত্রী ‘হিমসাগর’ আম উপহার দিলেন
বঙ্গ-নিউজ: বাংলাদেশে বিভিন্ন জাতের ফল আছে। তবে আমের মতো এত সুস্বাদু ফল আর নেই। আমের যেমন ঘ্রাণ, তেমনি মজাদারও বটে। তাই তো বলা হয়, ফলের রাজা আম।
পৌষে কুশি, মাঘে বোল, ফাল্গুনে গুটি, চৈত্রে আটি, বৈশাখে কাটিকুটি, জ্যৈষ্ঠে দুধের বাটি। আমের ফুল বা কুশি আসা থেকে শুরু করে দুধ দিয়ে খাওয়ার মতো মিষ্টি হওয়ার সময়কাল নিয়ে এই বচন এখন প্রায় অচল। কেননা বৈশাখের শুরুতে অর্থাৎ এপ্রিল থেকে ঢাকা ও চট্টগ্রামের বাজারে ‘পাকা’ আম পাওয়া যাচ্ছে।
আম-কাঁঠালের এ মৌসুমে গ্রামে গ্রামে চলে উৎসব। আর সেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ল ইট-পাথরের জাতীয় সংসদেও। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং সংসদে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের জন্য উপহার হিসেবে পাঠিয়েছেন এই আম।
সংসদের মিডিয়া সেন্টার থেকে সোমাবার (২ জুলাই) সকাল থেকে প্রধানমন্ত্রীর দেওয়া এই আম বিতরণ করা হয়।
জানা যায়, সংসদে কর্মরত প্রায় এক হাজার ২০০ কর্মকর্তার জন্য দুটি করে হিমসাগর আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৭:৩৫:২৭ ৬৭৯ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম