রবিবার, ১৬ জুন ২০১৩
চরমপন্থার বিরুদ্ধে আধুনিকতার জয়:ইরানের নয়া প্রেসিডেন্ট রোহানি
Home Page » বিশ্ব » চরমপন্থার বিরুদ্ধে আধুনিকতার জয়:ইরানের নয়া প্রেসিডেন্ট রোহানিবঙ্গ- নিউজ ডটকমঃ ইরানের নির্বাচনে বিজয়কে চরমপন্থার বিরুদ্ধে আধুনিকতার বিজয় হিসেবে মন্তব্য করেছেন নয়া প্রেসিডেন্ট রোহানি। নির্বাচিত হওয়ার পর প্রথম টেলিভিশন ভাষণে এ মন্তব্য করেন তিনি। জাতীয় গৌরব ও জাতীয় স্বার্থ রক্ষায় জনগণকে পাশে থাকার আহ্বান জানান রোহানি। ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত করায় জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জনগণের সাহায্য ছাড়া শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব নয়। এছাড়া আইনের সুষ্ঠু শাসন প্রতিষ্ঠা করতে আইনের প্রতি অনুগত থাকার প্রতিও জোর দেন ৬৪ বছর বয়সী রৌহানি। প্রতিরক্ষা, কুটনীতিক সম্পর্ক ও পরমাণু বিষয়ের সব ধরণের সিদ্ধান্ত গ্রহণে কেন্দ্রীয় হস্তক্ষেপের সঙ্গে রোহানির শাসনামলে মুক্ত চিন্তাও প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১:১০:০০ ৪১৪ বার পঠিত