রবিবার, ১ জুলাই ২০১৮
সত্যব্রতীর সত্য পালন- রূপ কথা
Home Page » সাহিত্য » সত্যব্রতীর সত্য পালন- রূপ কথা
সকাল গড়িয়ে সন্ধ্যা হলো
মিললো না তার দেখা
কি যে করি লাগছে বড় একা।
পথের পানে চেয়ে চেয়ে
কেটে গেলো মোর বেলা
এটা তোমার নয়তো অবহেলা?
মান দিতে যদি নাহি পারো
করো না অপমান,
এমন সময় যদি কখনও আসে
তবে প্রাণ দিব বির্সজন।
অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়
নয় কি তাহা সত্য?
সত্যব্রতীর সত্য পালন
নয় তাহা অপমৃত্যু।
বাংলাদেশ সময়: ১১:৩৫:২১ ১৬৪৩ বার পঠিত