রবিবার, ১ জুলাই ২০১৮

গুলশান আরা রুবীর কবিতা ‘লাল গোলাপ’

Home Page » সাহিত্য » গুলশান আরা রুবীর কবিতা ‘লাল গোলাপ’
রবিবার, ১ জুলাই ২০১৮



লাল গোলাপ
ভেবে ছিলাম দু:খের ঘরে
সুখ খুঁজে পেয়েছি ,
হঠাৎ এক কাল বৈশাখীর ঝড় এসে
সব এলো মেলো করে দিলো ।
ভাবেনি কখনো এমন হবে
প্রেয়সীর লাল গোলাপটা হাত থেকে
ঝরে পড়ে যাবে পাপড়ি ঝরার মত ,
মনের ঘরে চিতার আগুন জ্বলতে লাগলো
বিদুৎ চমকানোর মত ।
নিরব হয়ে শুনতে লাগলাম একের পর এক
জাটকার কাকুতি মিনতি রাগ অনুরাগ ,
হঠাৎ লাইন পরিবর্তন হয়ে অন্য পথে চলতে লাগলো ।
তার কোন দিশা মেলেনি যা হবার হয়ে গেছে
কোন কঁথা ছিল না তা হয়ে গেল
নিজের অজান্তে ।
কিন্তু প্রেয়সি জেনে শুনে প্লান করেন উঁচু পাহাড় থেকে এক ধাক্কা   দিয়ে ফেলে দিল নিচে ,
আর বেয়ে উঠার কোন শক্তি ছিল না এ দেহে
মনে মনে ভাবলাম প্রেয়সীর প্রেম যদি সত্যি হত
তা হলে এভাবে কষ্ট দিত না ।
লাল গোলাপটা ও সে দিন
শক্ত করে ধরে রাখতে পারত ,
ঝরতে দিত না সব ছিল সাজানো নাটক
যা হাতে নাগালে ধরা ছুঁয়ার মত নয় ।
বুজতে অনেক দেরি হয়ে গেল
তবু ভাল যখন ধরা খেয়েছে
ভাল করেই খেয়েছে ,
ভাবেনি জীবনে মূল্যবান সময় টুকু
অঝরে শেষ হল
প্রিয় জনের জন্য ।

গুলশান আরা রুবী

বাংলাদেশ সময়: ১০:৫৮:৪৭   ২৪৫৭ বার পঠিত