রবিবার, ১৬ জুন ২০১৩
‘সিরিয়ার সঙ্গে কোন কুটনৈতিক সম্পর্ক নয়’
Home Page » বিশ্ব » ‘সিরিয়ার সঙ্গে কোন কুটনৈতিক সম্পর্ক নয়’বঙ্গ- নিউজ ডটকমঃ সিরিয়ার সঙ্গে সব ধরণের কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলেন মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। শনিবার রাজধানী কায়রোতে মুরসির সমর্থনে অনুষ্ঠিত এক র্যালিতে দেয়া ভাষণে এই ঘোষণা দেন তিনি।সেসময় কায়রোতে সিরিয়ার দূতাবাস বন্ধেরও ঘোষণা দেন মুরসি। সেই সঙ্গে দামেস্কে মিসরের দুতাবাস প্রত্যাহারের কথাও জানান তিনি। সিরিয়ায় হিজবুল্লাহ সেনাদের থাকার কোন অধিকার নেই জানিয়ে, মিশরের প্রথমবারের মতো সরাসরি নির্বাচিত এই প্রেসিডেন্ট বলেন, তাদের অবশ্যই সিরিয়া ছাড়তে হবে। সহিংসতা বন্ধে সিরিয়ায় নো-ফ্লাই জোন প্রতিষ্ঠা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান মুরসি।
বাংলাদেশ সময়: ২১:০৬:৪৪ ৪৭২ বার পঠিত