শনিবার, ৩০ জুন ২০১৮
মধ্যনগরে উত্তর বংশীকুন্ডা ছাত্রলীগের আনন্দ মিছিল
Home Page » বিবিধ » মধ্যনগরে উত্তর বংশীকুন্ডা ছাত্রলীগের আনন্দ মিছিলযোবায়ের শামীম,বঙ্গ-নিউজ:সুনামগঞ্জেরর মধ্যনগর থানার উত্তর বংশীকুন্ডায় ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়াতে। নবগঠিত ছাত্রলীগ কমিটি মহিষখলা বাজারে আনন্দ মিছিল বের করে। এতে নেতৃত্ব দেন উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এহসান বিন মর্তুজ ও সাধারন সম্পাদক আবু সালেহ সজীব।মিছিলটি মহেষখলা বাজার শহীদ মিনার প্রাঙ্গন থেকে শুরু হয়ে বাজার পপ্রদক্ষিণ করে আবার বাজারেই শেষ হয় ।
বাংলাদেশ সময়: ৯:৪৮:১৪ ১১৯৪ বার পঠিত