শনিবার, ৩০ জুন ২০১৮

জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রধান ঢাকায় আসছেন

Home Page » জাতীয় » জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রধান ঢাকায় আসছেন
শনিবার, ৩০ জুন ২০১৮



 

ফাইল ছবি  বঙ্গ-নিউজ: জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বাংলাদেশ সফরে আসছেন আজ শনিবার (৩০ জুন)। যথাক্রমে বিকেল ও মধ্যরাতে তিনদিনের জন্য ঢাকায় আসছেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গেও তারা বৈঠক করবেন বলে জানা গেছে। এছাড়াও ঢাকায় আসার পর তারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

উল্লেখ্য, অ্যান্টোনিও গুতেরেস জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআরের প্রধান থাকাকালে ২০০৮ সালে একবার রোহিঙ্গা শিবির পরিদর্শনে এসেছিলেন। কিন্তু জাতিসংঘ মহাসচিব হিসেবে এটাই তার প্রথম বাংলাদেশ সফর। অন্যদিকে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের এটি দ্বিতীয় সফর। ২০১৬ সালে বিশ্ব দারিদ্র্য নিরসন দিবস পালন অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিতে ঢাকায় এসেছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ৯:১০:১২   ৫২১ বার পঠিত