শনিবার, ৩০ জুন ২০১৮
আজকের নকআউট পর্বের খেলাকে ফাইনাল খেলা হিসেবে উল্লেখ করলেন মেসি
Home Page » জাতীয় » আজকের নকআউট পর্বের খেলাকে ফাইনাল খেলা হিসেবে উল্লেখ করলেন মেসি
স্বপন চক্রবর্তী, বঙ্গ-নিউজ: আজ মাঠে নামতে যাচ্চে গ্রুপ পর্বের বাধা কাটিয়ে ওঠা দল আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ডে প্রথম খেলায় আর্জেন্টিনাকে মাঠে নামতে হবে ফ্রান্সের বিপক্ষে। যে দল হারবে তারাই বিদায়। নকআউট পর্বের খেলা।
এর আগে দুইবার বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা বনাম ফ্রান্স। ফলাফল আর্জেন্টিনার ঘরেই ছিল। তবে সেই ফ্রান্স আর এই ফ্রান্স মোটেও এক নয় তা হারে হারে টের পাচ্ছে মেসি বাহিনী। তাই হারাতে হলে সেরাটাই খেলতে হবে।
আর এ উপলক্ষ্যেই ফ্রান্সের বিপক্ষে ফাইনাল ম্যাচের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
নাইজেরিয়াকে হারিয়ে সংবাদ সম্মেলনে দুই তিনটা প্রশ্নের জবাব দিয়েছেন মেসি। সেখানেই ফ্রান্সের বিপক্ষে ম্যাচটিকে ফাইনাল খেলা হিসেবে উল্লেখ করলেন মেসি।
উল্লেখ্য, ১৯৩০ ও ১৯৭৮ সালে বিশ্বকাপে মুখোমুখি হয়েছিলো ফ্রান্স-আর্জেন্টিনা। এর মধ্যে ১৯৭৮ বিশ্বকাপে শিরোপাও জিতেছিলো আর্জেন্টিনা। যা ছিলো আর্জেন্টিনার প্রথম শিরোপা।
ফ্রান্সের সঙ্গে গ্রুপ পর্বে দুবার মুখোমুখি হয়েছিলো আর্জেন্টিনা। তবে এবারই প্রথম দু’দলের দেখা হচ্ছে নকআউট পর্বে।
এছাড়া প্রীতি ম্যাচের পরিসংখ্যানেও আর্জেন্টিনা এগিয়ে রয়েছে। নয়টি প্রীতি ম্যাচে আর্জেন্টিনা হেরেছে মাত্র দুবার। চারটিতে জিতেছে। বাকি তিন ম্যাচ ড্র। ১৯৮৬ সালের পর কখনো ফ্রান্সের কাছে হারেনি আর্জেন্টিনা।
বাংলাদেশ সময়: ৮:৩৪:৪০ ৮১৭ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম