শনিবার, ৩০ জুন ২০১৮
ঋত্বিক বন্দ্যোপাধ্যায়ের কবিতা ‘স্বপ্ন আমার’
Home Page » সাহিত্য » ঋত্বিক বন্দ্যোপাধ্যায়ের কবিতা ‘স্বপ্ন আমার’পাহাড় এর উপর দাঁড়িয়ে,
মনে হয় এই তো আকাশের কতো কাছে আমি,
উচ্চতা মাপি।
সন সন বাতাস …..ছুঁয়ে যায় মন
চুপি চুপি বলে যায় ….. ধরতে পার কি আমায়?
পাহাড়ি ঝর্ণা কলকল করে কি যেন বলে,
কান পাতলে শুনতে পাই
ঐ এঁকে বেঁকে নেবে যাওয়া
জলের সাথে নুড়ির অবিরাম ঝগড়া।
বিঁন্দু বিন্দু ঘাম জমে তোমার নাকের ডগায়,
বড়ো ভাল লাগে।
গাঙ্গ চিলের ডাকে উদাস হয় মন
পাশের মন্দিরের শঙ্খের ধ্বনি
পবিত্রতা আনে।
বহুদিন বাদে তোমায় পেয়েছি পাশে।
ফেলে আসা দিনগুলো, হাতছানি দিয়ে ডাকে।
শুরুটা আজ মনে পরে না আর,
শেষটা জানা নেই আমার,
মাঝের দিনগুলোয় মিশে আছো তুমি …..
আর আছি আমি…….
মনে পরে?? খোঁকা যেদিন প্রথম এল ঘরে?
গর্বিত ‘মা’ এর এক নতুন রুপে।
দেখেছিলাম তোমায়।
তুমি ক্লান্তিতে বলেছিলে “কী খুশিতো?”
ভয়ে ভয়ে কাঁপা হাতে যেদিন প্রথম
বুকে নিয়েছিলাম আমার-ই ‘আমাকে’!!
কত স্মৃতি,কত সুখে -দুঃখে তুমি
ছিলে আমার-ই পাশে।
মনে কি পরে? খোঁকার খুঁকি
যেদিন এল নতুন সদস্য হয়ে?
হাত কাঁপেনি আমার ‘ওকে’ বুকে তুলে নিতে।
আনন্দে বুক ভরে গন্ধ নিয়েছিলাম
উত্তরাধিকারের।
তুমি প্রশ্ন করেছিলে , বলতো ?
ছেলে ? না ছেলের মেয়ে,
কাকে ভালোবাস বেশি?
উত্তর বড়ো কঠিন–
হয়তো ছেলে……
হয়তো বা ছেলের মেয়ে …….
তুমি হেঁসেছিলে –
বড়ো ভাল লাগে তোমাকে।
“বাবু চা”
রেজিনার কর্কশ ডাকে ঘুম ভাঙ্গে।
ঋত্বিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম ২১-শে এপ্রিল ১৯৬১, কলকাতার সঙ্গীতমনস্ক বন্দ্যোপাধ্যায় পরিবারে। বাবা স্বর্গীয় চিত্তপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় বিখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ভীশ্বদেব চেট্টাপাধ্যায় এর প্রিয় ছাত্র। কাকা পীযূষপ্রসন্ন পণ্ডিত রবিশঙ্করের শিল্পশিক্ষায় দীপ্ত। ১৭ বছর বয়সে নিজেকে স্বাবলম্বী করা ও দেশমাতৃকার সেবায় নিজেকে সমর্পিত করার জন্য ভারতীয় বায়ুসেনায় যোগদান এবং ২১ বছর ধরে এই নিষ্ঠাপালন। ১৯৯৯ সালে বায়ুসেনা থেকে সেবানিবৃত্তির পর আই আই টি খড়্গপুরে যোগদান। ২০০৭ সালে রবীন্দ্রভারতীকে আপন করে নেওয়া এবং নিরাপত্তা সুরক্ষা অধিকারী হিসেবে যোগদান। বর্তমানে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ছাত্রকল্যাণ অধিকারী, Purchase Officer এবং Law Officer এর দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের Security and Disaster Management পাঠ্যক্রমের কো-অর্ডিনেটর এর দায়িত্বপ্রাপ্ত। ২০১৬ -তে আমন্ত্রণমূলক বক্তৃতা প্রদান অক্সফোর্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
বাংলাদেশ সময়: ১:৩৮:৩৩ ১০২৭ বার পঠিত # #poem #ঋত্বিক বন্দ্যোপাধ্যায়ের কবিতা #কবিতা #কবিতা পাঠ #মনের মত কবিতা