বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮
কোটা বাতিল নয় সংস্কার চাই- কর্মসূচি আসছে আন্দোলনকারী শিক্ষার্থীদের
Home Page » প্রথমপাতা » কোটা বাতিল নয় সংস্কার চাই- কর্মসূচি আসছে আন্দোলনকারী শিক্ষার্থীদের
বঙ্গ-নিউজ: কোটা বাতিল নয়, ৫৬ শতাংশ থেকে কমিয়ে সবার জন্যই কোটা রাখার পক্ষে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন।
তিনি বলেছেন, ‘আমরাতো কোটা বাতিল চাইনি। আমরা সংস্কার চেয়েছি। কোটা সবার জন্যই থাকুক। ৫৬ শতাংশ কোটা যাদের ছিল, তাদের জন্য কিছুটা কোটা থাকুক। আমরা বলেছি সংস্কার চাই, সংস্কার করেই ছাড়বো।’
বৃহস্পতিবার (২৮ জুন) তিনি এ কথা বলেন। এর আগে বুধবার জাতীয় সংসদে বিরোধী দলের নেতা রওশন এরশাদ মুক্তিযোদ্ধা কোটা রাখার পক্ষে যে বক্তব্য দিয়েছেন, সে ইস্যুতে এ বক্তব্য আসলো আন্দোলনের আহ্বায়কের কাছ থেকে।
সংসদে রওশন এরশাদ বলেন, ‘কোটা নিয়ে অনেক সমস্যা ছিল। প্রধানমন্ত্রী তা বাতিলের ঘোষণা দিয়েছেন। এখন কীভাবে এর সমাধান করা হবে, তা সবাই জানতে চায়। তবে মুক্তিযোদ্ধা কোটা রাখতে হবে।’
এর আগে গত ১১ এপ্রিল কোটা সংস্কার আন্দোলনের মুখে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে সব ধরণের কোটা বাতিলের ঘোষণা দেন। এরপর থেকেই প্রজ্ঞাপন জারি করার দাবি করে আসছে আন্দোলনকারীরা। প্রজ্ঞাপনের দাবিতে বিভিন্ন কর্মসূচিও পালন করেছে তারা।
এদিকে, কোটা বাতিলে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বাস্তবায়নে প্রজ্ঞাপনের দাবিতে নতুনকরে আন্দোলনে নামছে আন্দোলনকারীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের একজন নেতা বিডি২৪লাইভকে বলেন, প্রজ্ঞাপনের দাবিতে সকল বিশ্ববিদ্যালয়, কলেজে ক্লাস, পরীক্ষা বর্জনসহ কঠোর কর্মসূচি আসছে। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান তিনি।
কোটা সংস্কার বা বাতিলের বিষয়ে এখনও কোনো অগ্রগতি আছে কি না, তা মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কথা বলতে অপরাগতা প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ২১:২৮:৪৮ ১৪৩৫ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম