বুধবার, ২৭ জুন ২০১৮

ভাঙ্গায় প্রতিপক্ষের হামলায় বসতবাড়ী ব্যাপক ভাঙ্গচুর ও লুটতরাজ

Home Page » সংবাদ শিরোনাম » ভাঙ্গায় প্রতিপক্ষের হামলায় বসতবাড়ী ব্যাপক ভাঙ্গচুর ও লুটতরাজ
বুধবার, ২৭ জুন ২০১৮



ভাঙ্গায় প্রতিপক্ষের হামলায় বসতবাড়ী ব্যাপক ভাঙ্গচুর ও লুটতরাজএস এম শাকিল আহমাদ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:- ফরিদপুরের ভাঙ্গায় মঙ্গলবার সকালে উপজেলার মানিকদাহ ইউনিয়নের খাঁকান্দা নাজিরপুর (মৃধাকান্দা) গ্রামে পুলিশের সম্মুখে প্রতিপক্ষের দ্বারা বসতবাড়ী ও ঘরের আসবাবপত্র ব্যাপক ভাঙ্গচুর ও ব্যবহৃত প্রয়োজনীয় জিনিস পত্রাদী লুট করার অভিযোগ পাওয়াগেছে। এব্যাপারে সরেজমিনে গেলে গ্রামের বাসিন্দা উসমান মৃধা (৬০), লুৎফর মৃধা (৬৫), টিটুল মৃধা (৪৩), সৌকত মৃধা (৪০), গোলাম মৃধা (৩০) এবং আরিফ মৃধার (২৫) ছয়টি ঘর ও ঘরের আসবাবপত্র চুর্ণ-বিচুর্ণ অবস্থায় দেখতে পাওয়া যায়।

ভাঙ্গায় প্রতিপক্ষের হামলায় বসতবাড়ী ব্যাপক ভাঙ্গচুর ও লুটতরাজ
এ বিষয়ে মজিবর তালুকদার অভিযোগ করে বলেন, আবুল কালাম মোল্লা, হারুন মোল্লা, সাত্তার মৃধা, মিরান মৃধা, জাহিদ বেপারী, জাকির মোল্লা, বিল্লাল মোল্লা, মালেক তালুকদার, নাদের মোল্লা, মজিবর মোল্লা এবং বাবলু শেখের নেতৃত্বে প্রায় দুই-তিনশ লোক এই হামলা, ভাঙ্গচুর এবং লুটতরাজ করেছে, যারফলে প্রায় পাঁচলক্ষ টাকার ক্ষতি হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের সম্মুখে হামলার অভিযোগ অস্বিকার করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাঈদুর রহমান বলেন, অভিযোগ সঠিক নয়। সম্পূর্ণ ইউনিয়নের লোক ঐতিহ্যবাহী দাঙ্গাবাজ, এরা বিভিন্ন সময়ে ছোট-খাটো বিষয় নিয়ে দাঙ্গা-হাঙ্গামা করে থাকে। এরা বিগতদিনে অপরাধ দমন সভা ও আইন শৃঙ্খলা মিটিংয়ে মুচলেকা দিয়েছে এরা দাঙ্গা-হাঙ্গামা করবে না। পারিবারিক বিষয় নিয়ে শত শত লোক একে অপরের সহায়তায় দাঙ্গায় লিপ্ত হোন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৭:৪৫   ৫৯০ বার পঠিত   #