মঙ্গলবার, ২৬ জুন ২০১৮

‘গণতন্ত্রের কবর রচনা’ করেছেন সিইসি, এ জন্য তাকে ধন্যবাদ-বিএনপি

Home Page » জাতীয় » ‘গণতন্ত্রের কবর রচনা’ করেছেন সিইসি, এ জন্য তাকে ধন্যবাদ-বিএনপি
মঙ্গলবার, ২৬ জুন ২০১৮



 

ছবি সংগৃহীত  বঙ্গ-নিউজ: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে ‘ধন্যবাদ’ জানিয়েছেন বিএনপি।

মঙ্গলবার (২৬ জুন) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু সাংবাদিকদের এ কথা বলেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, সরকার যেভাবে চেয়েছে, সরকারের চাহিদা মতো নির্বাচন দিয়ে আগামী বাংলাদেশের ‘গণতন্ত্রের কবর রচনা’ করেছেন সিইসি। এ জন্য তাকে এই ধন্যবাদ জানান বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

বুলু জানান, আজকে নির্বাচন কীভাবে হয়েছে তা দেশবাসী দেখেছে। তবে ইসি কোনো অভিযোগেই ব্যবস্থা নেয়নি। বিএনপি প্রার্থী ১১০টি কেন্দ্রের ব্যাপারে সুস্পষ্ট অভিযোগ তুলেছিল। সিইসি তদন্ত করে দেখার কথা বলেছিলেন। কিন্তু উনি কী দেখেছেন, তা উনিই জানেন। ছবি সংগৃহীত  এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমরা অভিযোগ করি নির্বাচন কমিশনের কাছে। আর উত্তর দেয় এইচ টি ইমাম সাহেব, ওবায়দুল কাদের সাহেব। আমরা তো তাদের কাছ থেকে উত্তর চাই না। আমরা কমিশনের কাছ থেকে উত্তর চাই।

এর আগে বিকেলে সিইসি কে এম নুরুল হুদার সঙ্গে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে বসে। বৈঠকে আরো ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স।

বাংলাদেশ সময়: ২০:০৭:৪৬   ৫৯৩ বার পঠিত   #  #  #  #  #  #