মঙ্গলবার, ২৬ জুন ২০১৮

প্রেম কবিতা- আল-আমিন আহমেদ সালমান

Home Page » এক্সক্লুসিভ » প্রেম কবিতা- আল-আমিন আহমেদ সালমান
মঙ্গলবার, ২৬ জুন ২০১৮



আমিআল-আমিন আহমেদ সালমান কোনো কবি নয়

লিখব কবিতা

তাইতো আমি তোমায় নিয়ে

লিখছি কিছু কথা।

তুমি হলে আমার কাছে

খোদার শ্রেষ্ঠ দান,

তাইতো তোমায় ভালোবেসে

জীবন করব দান।

লাইলী-মজনুর প্রেম কাহিনী

জগৎ যেমন জানে,

তোমার আমার প্রেম কাহীনি

জগৎ তেমনি জানবে।

বাংলাদেশ সময়: ১৯:০৩:৪৫   ৬৮৫ বার পঠিত