মঙ্গলবার, ২৬ জুন ২০১৮
বিশ্বকাপ-২০১৮, অধিকাংশ বড় দলের শেষ ষোলতে ওঠা নিয়ে শঙ্কা
Home Page » প্রথমপাতা » বিশ্বকাপ-২০১৮, অধিকাংশ বড় দলের শেষ ষোলতে ওঠা নিয়ে শঙ্কা
বঙ্গ-নিউজ: রাশিয়ায় চলছে ২০১৮’র জমজমাট ফুটবল বিশ্বকাপ। ইতোমধ্যে খেলা হয়ে গেছে ৩২টি ম্যাচ। এবারের বিশ্বকাপে বড় দলগুলোর চেয়ে ভালো খেলে চমক দেখিয়েছে ছোট দলগুলো। এ পর্যন্ত যেসব খেলা হয়েছে তাতে অধিকাংশ বড় দলের শেষ ষোলতে ওঠা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এর মধ্যে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন জার্মানি ও রানার্সআপ আর্জেন্টিনাও।
রাশিয়া বিশ্বকাপের প্রথম পর্ব শেষ হতে রয়েছে আরও ১৬টি ম্যাচ। শেষ ষোলোতে নিজেদের জায়গা করে নিতে চলছে এখন বাঁচামরার লড়াই।
তবে ইতিমধ্যে ‘এ’ গ্রুপ থেকে স্বাগতিক রাশিয়া ও উরুগুয়ে পৌছেঁ গেছে দ্বিতীয় রাউন্ডে। এ ছাড়া ‘সি’ গ্রুপ থেকে ফ্রান্স, ‘ডি’ থেকে ক্রোয়েশিয়া, ‘জি’ থেকে ইংল্যান্ড ও বেলজিয়াম শেষ ষোলোয় নিজেদের কোয়ালিফাই করেছে।
আর বিদায়ের ঘন্টা বেজে গেছে যেসব দলের তারা হলেন - সৌদি আরব, মিশর, মরক্কো, পেরু, আইসল্যান্ড, কোস্টারিকা, দক্ষিণ কোরিয়া, পানামা, টিউনিশিয়া এবং পোল্যান্ড।
২০১৮ বিশ্বকাপ ফুটবল রাশিয়া ৩২ দলের তালিকা ও পয়েন্ট টেবিল দেয়া হল-
বাংলাদেশ সময়: ৬:৩৭:০৭ ৭৩৮ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম