মঙ্গলবার, ২৬ জুন ২০১৮
ইরানের সঙ্গে ড্র করে বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিল রোনাল্ডো অ্যান্ড কোং
Home Page » প্রথমপাতা » ইরানের সঙ্গে ড্র করে বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিল রোনাল্ডো অ্যান্ড কোং
বঙ্গ-নিউজ: সোমবার গ্রুপের শেষ ম্যাচে ইরানের সঙ্গে ড্র (১-১) করে বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নেয় রোনাল্ডো অ্যান্ড কোং ৷ তবে পেনাল্টি মিস করে মেসিকে ছুঁয়ে ফেলেন সিআর সেভেন ৷
প্রথম ও শেষ ম্যাচে ড্র কিন্তু দ্বিতীয় ম্যাচে মরক্কোর বিরুদ্ধে জয়ের সুবাদে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’ থেকে দ্বিতীয় দল হিসেবে নক-আউটে পৌঁছল পর্তুগাল৷ শেষ ষোলোয় রোনাল্ডোদের সামনে উরুগুয়ে৷ যারা গ্রুপ-এ থেকে অপরাজিত থেকে সোমবার নক-আউটে পৌঁছয় ৷
আগামী শনিবার শেষ ষোলোতে গ্রুপ-এ চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে খেলবে পর্তুগাল৷
বাংলাদেশ সময়: ৬:১৯:০২ ৪৭০ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম