সোমবার, ২৫ জুন ২০১৮
স্বপ্ন সুখের ঝুলি-দেওয়ান লালন আহমেদ
Home Page » Wishing » স্বপ্ন সুখের ঝুলি-দেওয়ান লালন আহমেদ“তার জন্য অনিপুণ হাতে ধরেছি রং-তুলি
এঁকেছি শুধুই স্বপ্ন
এযেন কল্পলোকে স্বপ্ন সুখের ঝুলি,
তার জন্য লিখেছি রাধাকৃষ্ণের বুলি ,
শোন শোনাই তার গল্প বলি
হীরে গাঁথা মুখ সে আমার নয়নকলি ।
তার জন্য হন্য হয়ে
পাড়ি দিয়ে শত শত অলিগলি,
তার জন্য সবার মাঝেও একলা একা চলি,
শোন শোনাই তার গল্প বলি
ডাগর নয়ন জ্বলে স্নিগ্ধ আমার নয়নকলি ।
জ্বলে জ্বালিয়ে হারায় সংগতি
কৃষ্ণচূড়ার লাল আভাতে অনলাবতী ,
ডুব দিয়ে যাই সংগোপনে
স্নিগ্ধ ছোঁয়ার সম্মোহনে ,
জাগছে তিলে তিলে কৃষ্ণলীলা
লাজুক মনে বাজুক প্রাণের ঐন্দ্রিলা ।
শোন শোনাই তার গল্প বলি
শুভ্রতায় নানা রঙের আহা আমার নয়নকলি ”
(আমার নয়নকলি আমার অর্ধাঙ্গিনী ফারজানা গাজী তান্তিয়াকে , ২৪ জুন তার জন্মদিনের জন্য উৎসর্গীকৃত, শুভ জন্মদিন প্রিয় তান্তিয়া )
বাংলাদেশ সময়: ১৪:৪২:৫৮ ৮৫৭ বার পঠিত #Wishing #জন্মদিনের কবিতা #শুভ জন্মদিন